ভাঙ্গা সাঁকোর উপর সন্তান প্রসব, এলাকায় তোলপাড়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:১৩ পিএম
হাসপাতাল কিংবা বাড়িতে নয়, সন্তান প্রসব হয়েছে ভাঙ্গা সাঁকোর উপর। এর এ নিয়ে হৈচৈ পড়ে গেছে পুরো এলাকায়।
আর এমনই ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সুতিড় পাড় গ্রামে। কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ করা সাঁকো পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে।
সন্তান প্রসব করা ওই নারীর নাম বিলকিছ খাতুন। বাড়িতে প্রসব ব্যথা উঠলে তাকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার কোন পথ নেই। বাঁশ ও কাঠের ভাঙা সাঁকো দিয়ে হেটে পার হতে হয়। সাঁকোতে উঠার পরই তীব্র প্রসব এর ব্যথা উঠে তার। পরে স্থানীয় নারীদের সহায়তায় তিনি সাঁকোর ওপরই একটি কন্যা সন্তানের জন্ম দেন।
৬ জুলাই দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়ন মাঝিপাড়া গ্রামের সবুজ পাড়া কদমতলী খালের ওপর থাকা সাঁকোতে এ ঘটনা ঘটে। বিলকিছ খাতুন সুতির পাড় গ্রামের আহমদ হোসেনের মেয়ে এবং যাদুরচরের সাইবুদ্দিনের স্ত্রী। বিলকিছ এর পরিবার জানান এটি তার প্রথম কন্যা সন্তানের জন্ম।
বিলকিছ এর পরিবার জানান, কয়েক দিন আগে সুতির পাড়ে তার বাবা আহমদ এর বাড়িতে আসেন। শনিবার তার ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু সাঁকোটি ভাঙ্গা থাকায় সাঁকোর ওপর কোন যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে বিলকিছ খাতুনকে নিয়ে হেটে সাঁকোর পার হচ্ছিলেন তার আত্মীয়সহ কয়েকজন মহিলা। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর ওপর শুয়ে পড়েন বিলকিছ। পড়ে স্থানীয়দের সহায়তায় সাঁকোর ওপরই তার সন্তান প্রসব হয়।
সংবাদ পেয়ে শৌলমারী ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিলকিছেরর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এবং চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করার কথা জানান।
এ ব্যাপারে শৌলমারী ইউপি চেয়ারম্যান দ্রুত সেতুটি সংস্কারের আশ্বাস দেন। দ্রুত সেতুটি মেরামত করে এর দুর্ভোগ থেকে মুক্তির দাবি এলাকাবাসীর।