×

সারাদেশ

জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

রৌমারীতে ভাঙ্গা সাঁকোর উপর সন্তান প্রসব

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম

রৌমারীতে ভাঙ্গা সাঁকোর উপর সন্তান প্রসব

ছবি: ভোরের কাগজ

রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সুতিড় পাড় গ্রামে কাঠ ও বাঁশ দিয়ে নির্মাণ করা সাঁকোতে সন্তান প্রসব হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, বিলকিছ খাতুনের বাবার বাড়িতে প্রসব ব্যথা উঠে। এমন সময় গ্রাম থেকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু হাসপাতালে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। বাঁশ ও কাঠের ভাঙা সাঁকো দিয়ে হেঁটে পার হতে হয়। সাঁকো পার হওয়ার আগেই তীব্র প্রসব এর ব্যথা উঠে তার। পরে স্থানীয় নারীদের সহায়তায় তিনি সাঁকোর ওপর একটি কন্যা সন্তানের জন্ম দেন।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়ন মাঝিপাড়া গ্রামের সবুজ পাড়া কদমতলী খালের ওপর থাকা সাঁকোতে এ ঘটনা ঘটে। বিলকিছ খাতুন সুতির পাড় গ্রামের আহমদ হোসেনের মেয়ে এবং যাদুরচরের সাইবু্দ্দিন এর স্ত্রী বলে জানা গেছে। বিলকিছ এর পরিবার জানান এটি তার প্রথম কন্যা সন্তানের জন্ম।

বিলকিছ এর পরিবার জানান, কয়েক দিন আগে সুতির পাড়ে তার বাবা আহমদ এর বাড়িতে আসেন। শনিবার দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলে কয়েকজন মিলে তাকে রৌমারী সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সাঁকোটি ভাঙ্গা থাকায় সাঁকোর ওপর কোন যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে বিলকিছ খাতুনকে নিয়ে হেঁটে সাঁকো পার হচ্ছিলেন তার আত্মীয়সহ কয়েকজন মহিলা। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসববেদনা তীব্র হলে সাঁকোর ওপর শুয়ে পড়েন বিলকিছ খাতুন। এরপর স্থানীয়দের সহায়তায় সাঁকোর ওপরই তার সন্তান প্রসব হয়। সংবাদ পেয়ে শৌলমারী ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনা স্থল ও বিলকিছ এর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এবং চিকিৎসার সকল ব্যয় ভার গ্রহণ করার কথা জানান।

আরো পড়ুন: ৩ সন্তানের মাকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

বিলকিছ এর ভাই সাফি আহমেদ জানান, বোনকে আমার বাড়িতে এনে রেখেছিলাম। বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাঁকোর ওপর কন্যা সন্তান জন্ম হয়েছে। এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক লন্ডনী সাঁকোর ওপর সন্তান প্রসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে আসেন। পরে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।


এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকে এই ভাঙ্গা সাঁকো দিয়ে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়া-পাড় হচ্ছে। উপযোগী রাস্তা বা ব্রিজ না থাকার কারণে দুর্ঘটনা কবলিত ভাঙ্গা সাঁকোতে এক মহিলার সন্তান প্রসব হয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক। এলাকাবাসীর দাবি এই সাঁকোর স্থানে দ্রুত ব্রিজ নির্মাণ করা হোক।

এ ব্যাপারে শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, আমি পরিষদে বন্যায় দুর্ভোগ পরিবারের মাঝে চাউল বিতরণ করছি এমন সময় সংবাদ পাই যে সাঁকোর উপর বিলকিছ নামের একজন সন্তান প্রসব করে। পরে তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই ও ব্রিজ সংস্কার করার কথা বলি। আশা করি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App