গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত
মিরসরাইয়ে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুসরাত জাহান মাহিয়া (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহিয়া দক্ষিণ ওয়াহেদপুর এলাকার ওমান প্রবাসী মো. তসলিমের স্ত্রী ও উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে।
জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার (৫ জুলাই) রাতে খাওয়া-দাওয়ার পর নিজকক্ষে ঘুমাতে যান মাহিয়া। সকালে অনেকবার ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে পরিবারের লোকজন ভেতরে ঢুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে। এরপর পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মাহিয়ার ভাই শরীফ উদ্দিন অভিযোগ করেন, আমার বোনকে পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ির লোকজন মেরে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তার পা নিচের ফ্লোরে লাগানো ছিল।
তিনি আরো বলেন, ২০২৩ সালে আমার বোনের সঙ্গে ওমান প্রবাসী তসলিমের বিয়ে হয়। বিয়ের ৩ মাসের মাথায় বোন জামাই প্রবাসে চলে যায়। তাদের সংসার প্রথমে ভালোই চলছিলো। যদিও পরে বিভিন্ন সময় পরিবারের সবার সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। আমার বোনের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি করছি।
ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম জানান, শনিবার সকালে আমাকে খবর দেয়ার পর ঘটনাস্থলে ছুটে যাই। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, গৃহবধূ আত্মহত্যা করেছে। আমি চেয়ারম্যান ও পুলিশকে মৃত্যুর বিষয়টি অবহিত করেছি।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ খাঁন জানান, খবর পেয়ে দক্ষিণ ওয়াহেদপুর এলাকার একটি বাড়ির নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল করে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।