×

সারাদেশ

শেষ সময়ে বেশি দামে বিক্রি হচ্ছে রাজশাহীর আম

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৩৬ এএম

শেষ সময়ে বেশি দামে বিক্রি হচ্ছে রাজশাহীর আম

রাজশাহীর আম

শেষ সময়ে জমে উঠেছে রাজশাহীর সর্ববৃহৎ আমের বাজার বানেশ্বর। এখানকার আমের কদর বেশি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ক্রেতা ও বিক্রেতারা।

আমের উৎপাদন গত বারের চেয়ে কম হলেও দাম ভালো পাওয়ায় খুশি আম চাষিরা।  প্রতিদিন লাখ লাখ টাকার আম কেনাবেচা হয় এই হাটে।

বর্তমান বাজারে প্রতিমন আম রুপালি বিক্রি হচ্ছে ২২০০ থেকে ৩২০০ টাকা, লোকনা ১৮০০ থেকে ২ হাজার টাকা, বারি ফোর ২৮০০ থেকে ৩ হাজার, ফজলি ১৬০০ থেকে ১৭০০ টাকা মন।

বিশাল এ আমের হাটে প্রতিদিন সকাল থেকে শুরু হয় কেনাবেচা, চলে রাত পর্যন্ত। বানেশ্বর হাটের খাটি আমের সুনাম রাজধানীসহ সারা দেশে। তাই দেশের বিভিন্ন জেলা থেকে  আম কিনতে আসেন ব্যবসায়ীরা।

দূর্গাপুর থেকে আম বিক্রি করতে আসা মাসুদ আলি বলেন, এবার গাছে আম বিগত সময়ের চেয়ে অনেক কম ছিল, তবে আমের যে দাম সে দামে ক্ষতিটা পুষিয়ে নিতে পারছি। অন্যান্য বাজারের চেয়ে এই বাজারে আমের দাম ভালো পাওয়া যায়- তাই এই হাটে আম বিক্রি করতে আসি।

পুঠিয়া উপজেলার আরেক আম বিক্রেতা মাইনুল আলী বলেন, আমার বাগানে যে আম ধরেছিলো তা নিয়ে আমি খুব দু:চিম্তায় ছিলাম।  এমন কম আম আর বিগত সময়ে দেখিনি। তবে আমের বর্তমান বাজার ভালো থাকায় লোকসান গুনতে হচ্ছে না ভালো দাম পাচ্ছি।

ঢাকা থেকে আসা আম ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন,  রাজশাহীর বানেশ্বর হাটের আমের অনেক স্বাদ। তাই আমরা এখান থেকে আম কিনে ঢাকায় নিয়ে বিক্রি করি। এখানকার আমের অনেক চাহিদা রয়েছে। তবে আমের দাম এবার অনেক বেশি। গত বছর যে লোকনা আম ৮০০ থেকে ১২০০ টাকা কিনেছি। এবার তা ১৬০০ থেকে ১৭০০ টাকায় কিনতে হচ্ছে।

ময়মনসিংহ থেকে আসা আরেক ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, রাজশাহীতে আম কম থাকায় এবার আমের দাম অনেক বেশি। এই বাজারে সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম পাওয়া যায় সেজন্য আমরা এই বাজার থেকে আম কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করি। দাম বেশি হলেও এখানকার আমের ব্যাপক  চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। এজন্য দাম বেশি হলেও সমস্যা হচ্ছে না বিক্রি করতে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, চলতি মৌসুমে জেলায় এবার ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমবাগান রয়েছে।  সেই হিসেবে আমের উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ৩১৫ মেট্রিকটন।  এবার আমের দাম ভালো, চাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন বলে আশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App