হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে
হবিগঞ্জে প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৬:২৫ পিএম
ছবি: ভোরের কাগজ
হবিগঞ্জে খোয়াই নদীর পানি আজ (বুধবার) বিকেল ৪টা পর্যন্ত বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরতলীর জালালাবাদ এলাকা দিয়ে বাঁধ ভেঙ্গে শহরের দিকে পানি ঢুকছে।
বুধবার (১৯ জিুন) পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, শহরতলীর জালালাবাদ এলাকায় খোয়াই নদী প্রতিরক্ষা বাঁধ ও রাস্তায় বুধবার সকালের দিকে ফাটল দেখা দেয়। এলাকাবাসী ও প্রশাসন যৌথভাবে কাজ করেও বাঁধ রক্ষা করা সম্ভব হয়নি। এক পর্যায়ে বাঁধ ভেঙ্গে শহরতলীর জালালাবাদ এলাকা দিয়ে শহরের দিকে পানি আসতে শুরু করে।
আরো পড়ুন: শান্তিগঞ্জে বন্যার ছোবল, পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম
শহরবাসী আতঙ্কে রয়েছে। জেলা প্রশাসন বলেছেন তারা প্রস্তুত রয়েছেন। মানুষের জান মাল নিরাপত্তার জন্য। বন্যা মোকাবেলার জন্য ৯ টি উপজেলায় ৬ টি পৌরসভায় ভলানটিয়ার টিম গঠন করা হয়েছে। সিভিল সার্জনকে মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে ।