×

সারাদেশ

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কালাম

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৪:০৮ পিএম

সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কালাম

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকে ৭৫ হাজার ৭৪৮ ভোট পেয়ে বাবুল ওমর বাবু পরাজিত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে মাছুম চৌধুরী (তালা) প্রতীকে ৩৮ হাজার ৯৬২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন শ্যামলী (ফুটবল) প্রতীকে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App