×

সারাদেশ

খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বলীখেলা

Icon

শংকর চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০২:২৫ পিএম

খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বলীখেলা

ছবি: সংগৃহীত

পাহাড়িয়া জনপদে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা। এখন পাহাড়ের প্রায় প্রতিটি উৎসব আনন্দে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী এ খেলার। এবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) সম্পাদিত হওয়া খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে শুক্রবার ১৭ মে খাগড়াছড়ি বলি সংগঠনের আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বলীখেলা।

শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলীখেলার উদ্বোধন করবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- খাগড়াছড়ির রিজিওন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান (এনডিসি), পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম), পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমূখ।

খাগড়াছড়ি বলী সংগঠনের সভাপতি মর্ম সিং ত্রিপুরা (বলী) ও সাধারণ সম্পাদক রিটন চাকমা (বলী) জানান, আগামীকাল শুক্রবার ১৭ মে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বলীখেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেরা সব বলীখেলোয়ার আসরে অংশগ্রহণ করবেন। এতে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App