×

সারাদেশ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৭:১০ পিএম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৫০

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বৃহস্পতিবার (৯ মে) এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পৌনে ৫টা) সংঘর্ষ চলছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিলো। বৃহস্পতিবার দুপুর ২টায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পক্ষের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের ৫০ জনের মতো।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ এখনো চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App