×

সারাদেশ

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন শাহরিয়ার দ্বীপক

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০২:৩৪ পিএম

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন শাহরিয়ার দ্বীপক

ছবি: ভোরের কাগজ

ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১ টায় উপজেলা মারকাজ মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন ।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (ইউজিসি) চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, আওয়ামী লীগ নেতা মিজান মাতব্বর, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতব্বর, হাজীর হাট ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মো. মহিউদ্দিন মিয়া, ইউনিয়ন যুবলীগ সম্পাদক ইলিয়াস ফরাজী, ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মো. মুমন ফরাজী, যুবলীগ নেতা ইসমাইল ফরাজী, হাজীর হাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. রাজীব, সাধারণ সম্পাদক মো. আরিফ, ১ নং মনপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. নাহিদসহ বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সমর্থকরা।

উল্লেখ্য, তিনি ইতিপূর্বে উপজেলার হাজীর হাট ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তফসিল অনুসারে আগামী ৫ জুন মনপুরায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App