×

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোট, বিচ্ছিন্ন ঘটনায় আহত ৫

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৫:২২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে শান্তিপূর্ণ ভোট, বিচ্ছিন্ন ঘটনায় আহত ৫

ছবি: সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছে। সকাল বেলায় বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল।

বুধবার সকাল ৮টা থেকে ৬১টি ভোট কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

সকাল ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুরের মুন্সীহাট এলাকায় ভোট দিতে যাওয়ার পথে শামসুদ্দিন সরদার নামের এক দোয়াত কলমের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে সাংসদ পুত্র সাবাব চৌধুরীর আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরমজিদ অলি উল্লাহ মিয়ার বাজার কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থকরা হামলায় চালায় দোয়াত কলম প্রতীকের সমর্থকদের ওপর, এতে দোয়াত কলমের কর্মী আকবরসহ ৩জন আহত হয়।

দোয়াত কলম প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম এসব হামলার অভিযোগ তুলে বলেন, নিশ্চিত পরাজয় জেনে আনারস প্রতীকের প্রার্থী সাংসদ পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী তার কর্মী-সমর্থকদের দিয়ে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করেছেন তারা। ভোটের মাঠে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬শ পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App