×

সারাদেশ

আত্রাইয়ে মাঠে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে কৃষকের মৃত্যু

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪, ১২:৩৩ পিএম

আত্রাইয়ে মাঠে ধান কাটতে গিয়ে তীব্র তাপদাহে কৃষকের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

নওগাঁর আত্রাইয়ে প্রচণ্ড তাপদাহের মধ্যে মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১লা মে) সকাল ৯টার দিকে আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। মৃত দুলাল সর্দার (৫৫) ওই গ্রামের কসরত আলীর ছেলে।

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন হ্যাপি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুলাল সর্দার সকাল ৮টার দিকে তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান। সকাল পৌনে ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে যান। মাঠ থেকে উদ্ধার করে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রওশন হ্যাপি আরও বলেন, কৃষক দুলালকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা, প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তিনি মাঠের মধ্যেই মারা গিয়েছিলেন। তবে তার লো প্রেশার ছিল বলেও জানিয়েছেন স্বজনরা।

এদিকে, গত তিন সপ্তাহ ধরে চলমান তাপদাহে উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App