×

সারাদেশ

মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

Icon

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম

মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

ছবি: প্রতীকী

 তীব্র তাপমাত্রার কারণে মুন্সিগঞ্জে "হিটস্ট্রোকে" দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার চর কিশোরগঞ্জ মোল্লারচর এলাকার ওমর আলী ( ৬৫ )ও একই উপজেলার মানিকপুর এলাকার আব্দুল বাতেন মাঝি (৬৮)।

পরিবার সূত্রে জানা যায়, মৃত ওমর আলি একজন ফল ব্যবসায়ী। প্রতিদিনের মত মঙ্গলবার সকাল ১১ টার দিকে লঞ্চঘাট এলাকায় ফল কেনার উদ্দেশ্যে যান। অতিরিক্ত তাপমাত্রায় লঞ্চঘাট এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

তিনি মোল্লাচর এলাকার মৃত বাবর আলি হাজারির পুত্র। অন্যদিকে নিহত আব্দুল বাতেন মুন্সীগঞ্জ রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কাজে আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে পরে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এই ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শৈবাল বসাক বলেন , প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। যাকে আমরা হিটস্ট্রোক বলি। গতকাল আরো দুই নারী, এক শিশু ও এক পুরুষ হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তারা এখন অনেকটাই সুস্থ আছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App