×

সারাদেশ

ফেসবুক স্টোরিতে লালনের গান: জামিন পেলেন আটক সেই যুবক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পিএম

ফেসবুক স্টোরিতে লালনের গান: জামিন পেলেন আটক সেই যুবক

ছবি: সংগৃহীত

লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগে আটক যুবক মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিনের আদেশ দেন।

লালনের গানের ফেসবুক স্টোরিতে দেয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বাসিন্দা সঞ্জয় রক্ষিতকে (৪০) আটক করে পুলিশ। সঞ্জয় পেশায় স্বর্ণকার।

স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের।

আদালত পুলিশের পরিদর্শক আলমগীর বলেন, ‘ফেসবুক স্টোরিকে সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা পুলিশ রোববার ফৌজদারী কার্যবিধির ৫৪ (১) ধারায় আটক করে। পরে ৫০ টাকার অঙ্গীকারনামায় তিনি সই করেন যে, ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না যেন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’

রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে।

এছাড়া স্থানীয়দের মধ্যে কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App