×

সারাদেশ

শরবত খাওয়ানোয় ১ জনের কারাদণ্ড

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম

শরবত খাওয়ানোয় ১ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে বিনামূল্যে শরবত খাওয়ানোর দায়ে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরগুনার আমতলী উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোটারদের ভ্যানে করে ট্যাংক ভর্তি শরবত খাওয়ানোর দায়ে ভ্যান চলককে অভিযুক্ত করে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে ঐ  ইউনিয়নের উত্তর টিয়াখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ভ্যান চালকের নাম মো. এনামুল। তার বাড়ি আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। 

জানা গেছে- বেলা ১১টার দিকে ভোট চলাকালীন সময়ে কেন্দ্রের পাশে ঠাণ্ডা শরবতের ঠ্যাংকে একজন চেয়ারম্যান প্রার্থীর ব্যানার লাগিয়ে ভোটারদের শরবত বিতরণ করেন অভিযুক্ত এনামুল। বিষয়টি নির্বাচনী দায়িত্বে থাকা কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ভ্যান চালককে আটকের নির্দেশ দেন। 

পরবর্তীতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্যান চালক এনামুলকে ভ্রমমাণ আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App