×

সারাদেশ

মেহেরপুরে হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পিএম

মেহেরপুরে হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহধূর মৃত্যু হয়েছে।

গৃহবধূ শিল্পী খাতুন জেলার গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের আবু তাহের এর স্ত্রী। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। 

মৃতের ছেলে রওনক হোসেন জানান, আমার মা সকালে বাড়িতে কাজ করছিলেন। কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল্লাহ আল মারুফ জানান, হিট স্ট্রোকে কোনো মৃত্যু আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। তবে শুনেছি একজন গৃহবধূ স্ট্রোক করে মারা গেছে। মৃতের কারণ জানার সুযোগ আমাদের হয়নি। 

তবে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে অতিরিক্ত গরমেই তিনি স্ট্রোক করতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App