×

সারাদেশ

চুয়াডাঙ্গার হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পিএম

চুয়াডাঙ্গার হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। এ সময় অপর কৃষকরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত জাকির হোসেন উপজেলার দর্শনা থানার সীমান্তসংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।

শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা পাঁচদিন সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার তা অতি তীব্র তাপদাহে রূপ নিয়েছে। এদিন এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App