×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন এক্স-স্টুডেন্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম

 চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন এক্স-স্টুডেন্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের অন্যতম সেরা বিদ্যাপীঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। শত বছরের অধিক পুরনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম দেশজুড়ে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনেও বেশ সাফল্য পেয়ে আসছে বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে সাবেক শিক্ষার্থীরাও প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো গঠিত হয়েছে অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘হরিমোহন এক্স-স্টুডেন্ট স্পোর্টস এসোসিয়েশন’।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বিদ্যালয়টির মাঠে এক সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হরিমোহন এক্স-স্টুডেন্ট স্পোর্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ৫৮ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২০২৪-২০২৬ সাল অর্থাৎ আগামী ২ বছর তাদের দায়িত্ব পালন করবেন।

কমিটিতে বিদ্যালয়ের এসএসসি-২০১১ ব্যাচের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান রাজুকে সভাপতি ও এসএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থী আল শাহরিয়ার সজলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আরিফুজ্জামান নাসিম, মুনজিলুল ইসলাম হিরো, মোশাররফ হোসেন সুহান, মো. মুক্তারুল ইসলাম, মো. সোহেল রানা, রেজোয়ানুল ইসলাম রিজন, রাফিউল আলম অন্তর, মো. মনোয়ার মুর্শেদ, ফয়সাল সোহরাব পরাগ, সারওয়ার জাহিদ সোহাগ, মো. আব্দুর রউফ, মো. আল-আমিন ইসলাম মুন, রেজওয়ান করিম মেরাজ, নাজমুস সাকিব হিমু; যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল হাসনাত হাসিব, সারওয়ার জামান ফেমাস, মো. আনোয়ার হোসেন রনি, মো. আবু সুফিয়ান সজীব, আব্দুর নূর লিংকন, আসাদুজ্জামান আসাদ, মো. হাসানুল শাওন।

সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাওন, আসিরুল্লাহ সোহাগ, মো. ফারুক সোবহান শাফি, মো. আবিদ হাসান সৈকত, মো. মুশফিক রহমান সিয়াম, সায়েদ সোলাইমান ফজল রেহাল, আদনান হোসেন মাহিন, হুমায়ন আহমেদ। দপ্তর সম্পাদক মমিনুর রহমান রাসিন, সহকারী দপ্তর সম্পাদক ইজাজ উদ্দিন আহমেদ (টনি)। প্রচার সম্পাদক মো. আবদুল্লাহ আল মাসুম, সহকারী প্রচার সম্পাদক হারুন-উর-রশিদ ইমন। কোষাধ্যক্ষ অনিক ইখতিয়ার, সহকারী কোষাধ্যক্ষ সাজিদুল করিম সোহাগ। আইন সম্পাদক মো. তানভীর ইসলাম, সহকারী আইন সম্পাদক শাহরিয়ার রিফাত। সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক নাজমুজ্জামান নাহিদ, সহকারী সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান সৌরভ। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহফুজুল ইসলাম, সহকারী স্বাস্থ্য সম্পাদক মোতাম্মেম বিল্লাহ আবিদ। সংবর্ধনা সম্পাদক সাব্বির হোসেন, সহকারী সংবর্ধনা সম্পাদক তোমায়েল আহমেদ।

সদস্যরা হলেন- সিয়াম খান, রহমান খান রাফি, রায়হান দীপু, দিনার রহমান, এইচ.এম. মাহফুজুর রহমান, তাহমিদুর রহমান শায়ন, মো. হাসিব রানা, ইশতিয়াক আহমেদ পিয়াস, জুবায়ের বিন কবির, সালমান ফারসি, মুনতাসির ইসলাম সাকিব, মো. হাসিব ও ইফিয়ার রহমান ইফতি।

উক্ত সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- প্রফেসর ডা. মো. আবুল কাশেম, ডা. দুরুল হোদা, প্রিন্সিপাল আব্দুল জলিল, মো. বাদরুল ইসলাম, মো. জাবেদ আখতার, কৃষিবিদ রোকনুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম সরকার, ফাইজার রহমান কনক, ওহিদুর রেজা, ডা. নাহিদ ইসলাম মুন, গোলাম মুর্শেদ, হাবিবুল আলম মিশুক, গোলাম সারওয়ার জাহান (শাওন), তাহমিদুল ইসলাম তমাল, সাকিফ ইসলাম সোহাগ, সৈয়দ আসিফ আহমেদ সানী, আবু সায়েদ ইমন, ডা. সাইফ জামান আনন্দ, ডা. তৌহিদুল ইসলাম সুজন, মোস্তাফিজুর রহমান, এনায়েত নবী নিশান, ডা. খোরশেদ আখতার নাঈম, মো.আশিকুজ্জামান।

কমিটির সভাপতি আসাদুজ্জামান রাজু বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও একটি সামাজিক ক্রীড়া সংগঠন। প্রতিবছর দুই ঈদে আমরা সাবেকরা মিলে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি। কিন্তু বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী সেটা জানতেই পারে না। আবার অনেকে জানতে পারলেও খেলা দেখতে মাঠে আসে না। এই সংগঠনের মাধ্যমে আমরা একটা সঠিক প্রক্রিয়ার মধ্যদিয়ে স্কুলের সুনাম ছড়িয়ে দিতে চাই।

সাধারণ সম্পাদক আল শাহরিয়ার সজল বলেন, অনেকের মতো আমার কাছেও হরিমোহন একটি আবেগের নাম। এই স্কুলের প্রতিটি প্রান্তেই আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুলজীবনে পড়াশোনার ফাঁকে আমরা স্কুল মাঠেই খেলাধুলা করেছি। সেই স্মৃতিগুলোকে ধরে রাখতেই ও স্কুলের বর্তমান শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরো আগ্রহী করে তুলতেই আমাদের এই সংগঠন। আশা করি সামনে শুধু নিজেদের স্কুল নয়, পুরো জেলাতেই ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমরা এগিয়ে আসতে পারবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App