×

সারাদেশ

গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৬ পিএম

গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

সারাদেশের বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা। এ অবস্থায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার আশঙ্কায় পূর্বাঞ্চল রেলপথে যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রেলওয়ের আখাউড়া সেকশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক জানিয়েছেন, রেললাইনে তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াস হলে যাত্রীবাহী ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রেন ৩০ কিলোমিটার গতিতে চলবে।

তিনি জানান, রেললাইনের ওপর ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহনীয় হিসেবে ধরা হয়। এর বেশি গরম হলেই রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কা থাকে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। গরমের কারণে প্রতি আধা ঘণ্টা পরপর রেললাইনের তাপমাত্রা পরীক্ষা করা হয়। 

জানা গেছে, মঙ্গলবার পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। এর ফলে এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত এ রেলপথে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচলে গতি কমিয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App