×

সারাদেশ

রৌমারীতে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম

রৌমারীতে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৫ প্রার্থী। চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইমান আলী, রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, সাবেক রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, রৌমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও দাঁতভাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ছামিউল ইসলাম জীবন, মিজানুর রহমান মজনু, আবুল বাসার মঞ্জু, দাঁতভাঙ্গা ও চরশৌলমারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কে এম ফজলুল মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু ও মুরাদুল ইসলাম।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে হলেন, বতর্মান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুল দোহা ও সেকেন্দার আলী চাঙ্গা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান তাজমিন নাহার শাপলা, মহিলা নেত্রী আয়শা সিদ্দিকা আইরিন। শেষ দিনে অনেকে নেটওর্য়াক সমস্যা জনিক কারণে আবেদন করতে পারেনি বলে জানা গেছে। আসছে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App