×

সারাদেশ

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১০:২৯ এএম

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনে লেগেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়‌। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল ১০টা ১ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

এ ঘটনার পর সিলেট শহরসহ কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আশেপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাম‌য়িক বন্ধ রয়েছে। সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এক সহকারী প্রকৌশলী বলেন, কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের কারণে সিলেটের কয়েক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App