×

সারাদেশ

বিশ্বরেকর্ড গড়তে মিঠামইনে শুরু ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ এএম

বিশ্বরেকর্ড গড়তে মিঠামইনে শুরু ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’

ছিবি: সংগৃহীত

বিশ্ব রেকর্ড গড়তে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অষ্টমবারের মতো শুরু হয়েছে ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ উৎসব। এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে শুক্রবার (১২ এপ্রিল) বেলা ৪টায় আল্পনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’। 

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে গত ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় আল্পনা অঙ্কনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনটি শনিবার (১৩ এপ্রিল) খুলনার শিব বাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউতেও একযোগে শুরু হবে। কিশোরগঞ্জ, খুলনা ও ঢাকা, দেশের তিনটি ঐতিহ্যবাহী জেলায় শিল্পীর তুলিতে বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দেয়া; এবং একইসাথে, বিশ্বরেকর্ড গড়ার অনবদ্য প্রত্যয় নিয়ে শুরু হলো এই উৎসব। 

 কিশোরগঞ্জের মিঠামইনে উৎসবের প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক; এশিয়াটিক থ্রি-সিক্সটি’র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ; চেয়ারম্যান, মিঠামইন সদর ইউনিয়ন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শরিফ কামাল; ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ; কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ; জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ; সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, মিঠামইন, সমীর কুমার বৈষ্ণব; বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘আল্পনায় বৈশাখ ১৪৩১’-এর ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। উক্ত আয়োজনে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। 

এছাড়া, আরো উপস্থিত থাকবেন এশিয়াটিক থ্রি-সিক্সটি’র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, কো-চেয়ারপার্সন সারা যাকের, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামানসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে এবার অষ্টমবারের মতো আয়োজিত হচ্ছে ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উৎসব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App