×

সারাদেশ

সখীপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান, বেঁচে নেই কেউই

Icon

আহমেদ সাজু, সখীপুর

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পিএম

সখীপুরে একই মাতৃগর্ভে ৬ সন্তান, বেঁচে নেই কেউই

ছবি: ভোরের কাগজ

টাঙ্গাইলের সখীপুরে একই মায়ের গর্ভে ৬ সন্তানের জন্ম হয়েছে। এমন বিরল ঘটনা বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এক প্রবাসী স্ত্রীর গর্ভে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সখীপুরে এমন ঘটনা এটিই প্রথম। প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়ার প্রতিবেদকের সঙ্গে কথা হলে জানান, আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬) প্রায় ৫মাস যাবৎ অন্তঃস্বত্তা। ঈদের দিন  হঠাৎ আনুমানিক সকাল ১০টার দিকে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করি।

আরো পড়ুন: বরগুনায় ভোটারদের টাকা দিতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে হত্যা

সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তারী পরীক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চার বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়।

তবে ওই প্রবাসীর স্ত্রীর গর্ভে থাকা ৬ সন্তান কেউই বেঁচে নেই। প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন। 

এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দম্পতির আগে কোন সন্তানাদি নেই। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App