×

সারাদেশ

বিষপানে প্রেমিক-প্রেমিকার মৃত্যু

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম

বিষপানে প্রেমিক-প্রেমিকার মৃত্যু

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে প্রেমিক ও প্রেমিকার মৃত্যু হয়েছে। তারা দুজনই উপজেলার খাঁড়িতা গ্রামে বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকের মৃত্যুর একদিন পর সোমবার রাতে প্রেমিকারও মৃত্যু হয়েছে। পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে না নেয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

জানা গেছে, গত ৪ এপ্রিল ওই দুই প্রেমিক-প্রেমিকা তাদের নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঘটনার ৩ দিনপর সোমবার (৮ এপ্রিল) রাতে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা তাজমিন আক্তারের (১৫) মৃত্যু হয়। 

এর একদিন আগে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ (১৭) মারা যান। প্রেমিক মুরাদ শেখ উপজেলার খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে এবং প্রেমিকা তাজমিন (১৫) একই গ্রামের তোজামের মেয়ে। মুরাদ এ বছর বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তাজমিন উপজেলার বাঁকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের সঙ্গে একই গ্রামের তাজমিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবার সম্পর্ক মেনে নেয়নি। প্রেমিক মুরাদকে পরিবার মালোয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা ছিল। এরপর দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করেন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার সময় প্রেমিক মুরাদ আবারো অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। প্রেমিক মারা যাওয়ার খবরে প্রেমিকা তাজমিনও আবারো অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। এ খবরে মেয়েটিও অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নিলে সেও মারা যায়। এ ঘটনায় মুরাদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। সোমবার বিকেলে জানাজা শেষে তার দাফন হয়েছে। আর মেয়েটির লাশ বগুড়ায় আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App