×

সারাদেশ

মনপুরায় ২ মৎস্য কর্মকর্তাকে গণধোলাই

Icon

মনপুরা, ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পিএম

মনপুরায় ২ মৎস্য কর্মকর্তাকে গণধোলাই

ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হয়েছেন ২ মৎস্য কর্মকর্তা। মেঘনায় অভিযানের নামে চাঁদা দাবী করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এই গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গণধোলাইয়ে আহত ২ মৎস্য কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার জেরে মনপুরা থানায় শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন এক বিধবা নারী ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঢাকার লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহামুদুল হাসান ও ক্ষেত্র সহকারী মনির হোসেন অভিযানের নামে মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলো। জেলেরা নিয়মিত চাঁদা দিলেও মাঝে মধ্যে তারা জেলেদের জাল পুড়িয়ে দিতো। এতে দিনদিন ক্ষুব্ধ হয়ে ওঠে জেলেরা। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ফের অভিযান করতে গিয়ে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের জেলেদের কাছে চাঁদা আদায়ের জন্য ট্রলারযোগে ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে জেলেরা নদী তীরবর্তী এক বিধবা নারীর বাড়িতে আশ্রয় নেয়। এসময় ২ মৎস্য কর্মকর্তা বিধবা নারীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করতে চাইলে ওই নারী এতে বাঁধা দেয়। এসময় ওই বাড়িতে আশ্রয় নেয়া জেলে ও ওই নারীকে মারধর করে ২ মৎস্য কর্মকর্তা। পরবর্তীতে জেলেদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ক্ষুব্ধ হয়ে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই দেয়। পরে মনপুরা থানা পুলিশ খবর পেয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়।

এ ঘটনায় উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অবরোধকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করেছি। মেঘনা নদীতে পেতে রাখা জালের কাছে গেলে জেলেরা স্পীড বোট যোগে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার সহকর্মী মনির হোসেন গুরুতর আহত হই। পরে থানা থেকে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা মনপুরা থানায় একটি অভিযোগ করবো।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী মনপুরা থানায় এসে দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মারুফ হোসেন মিনার জানান, অনুমতি সাপেক্ষে আমাদের মেরিন ফিশারিজ কর্মকর্তা ও ক্ষেক্র সহকারি অভিযান পরিচালনা করেন। এসময় জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজন গুরুতর আহত হন। এ ব্যাপারে কর্তৃপক্ষের পরামর্শক্রমে থানায় অভিযোগের নির্দেশনা দেয়া হয়েছে।

মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের জেলেদের সাথে মৎস্য কর্মকর্তাদের মারামারি ঘটনার জেরে এক বিধবা নারী থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া মৎস্য অফিসের পক্ষ থেকেও অভিযোগের প্রক্রিয়া চলছে। এবিষয়ে অভিযোগ পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App