×

সারাদেশ

বঙ্গবন্ধু না থাকলে বাঙালি জাতিকে একত্রিত করার ক্ষমতা কারো ছিলো না

Icon

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৯:০৭ পিএম

বঙ্গবন্ধু না থাকলে বাঙালি জাতিকে একত্রিত করার ক্ষমতা কারো ছিলো না

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক বলেন, "বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। বঙ্গবন্ধু না থাকলে বাঙ্গালি জাতিকে একত্রিত করার ক্ষমতা অন্য কোনাে মানুষের ছিলোনা।"

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯ টায় বাকেরগঞ্জে জেএসইউ মডেল হাই স্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

আরো পড়ুন: নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইফতার মাহফিল

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ও সাবেক বরিশাল জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, মুক্তিযোদ্ধার সন্তান ফারুক মল্লিক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App