×

সারাদেশ

বাবুগঞ্জে শিক্ষার্থীকে এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

Icon

বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০১:৪৯ পিএম

বাবুগঞ্জে শিক্ষার্থীকে এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল বাবুগঞ্জ রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উৎপল হালদার কে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড নিক্ষেপ করায় নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ও ছাত্রছাত্রীবৃন্দ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজে অ্যাসিড নিক্ষেপকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী সহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাস চন্দ্র রায়, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও অভিভাবক সদস্য হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন, ইয়াসমিন, অভিভাবক উওম হালদার।

উল্লেখ্য রবিবার (১০ মার্চ) ভোরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিন দিনব্যাপী নামকীর্তনে গিয়েছিলেন তারা। দ্বিতীয় দিনের কীর্তন শুনে ওই তিনজনসহ মোট ছয়জন পাশের ব্যাপারী বাড়িতে এক খাটে ঘুমাতে যায়। রবিবার ভোরে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে এসিড ছোড়া হয়।

দগ্ধ তিনজনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এসিডে মুখ ঝলসে যাওয়া উৎপল হালদার নবম শ্রেণি ও আশিস মল্লিক কৃষি ইন্সটিটিউটের ৫ম ব্যাচের ছাত্র এবং জয় বিশ্বাস স্বর্ণের দোকানি।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App