×

সারাদেশ

ইউএনওকে দেখে কমে গেল তরমুজ ও পেঁয়াজের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১১:০৮ এএম

ইউএনওকে দেখে কমে গেল তরমুজ ও পেঁয়াজের দাম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র রমজান মাসে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে হঠাৎ গোয়ালন্দ বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র। বাজারে হঠাৎ করে ইউএনওকে দেখেই আকস্মিকভাবে কমে যায় তরমুজ, পেঁয়াজ, লেবুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে গেলে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, রোজার শুরু থেকেই বাজারে ৮০ থেকে ৯০ টাকা করে পেঁয়াজ, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে তরমুজ ও একহালি লেবু ৫০ টাকা দরে বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বাজার মনিটরিংয়ে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমে যায় প্রায় সকল পণ্যের দাম। এসময় ৮০ টাকা কেজির তরমুজ ৫০ থেকে ৬০ টাকা, ৮০ থেকে ৯০ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও ৫০ টাকা হালি লেবুর দাম ৩০ থেকে ৪০ টাকা হয়ে যায়।

এ সময় ইউএনও বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন এবং একটি ফলের দোকানে রশিদ না থাকা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: কুমিরের পিঠে বসানো হল স্যাটেলাইট ট্রান্সমিটা

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিল গোয়ালন্দ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছিল। তাই দাম স্থিতিশীল রাখতে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App