×

সারাদেশ

দেশের ২৫ জেলায় চলছে ‘সাদাকাহ ইউএসএ’র কোরআন শিক্ষা কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম

দেশের ২৫ জেলায় চলছে ‘সাদাকাহ ইউএসএ’র কোরআন শিক্ষা কার্যক্রম

ছবি: সংগৃহীত

প্রতিবছরের মত এবারো বাংলাদেশের বিভিন্ন জেলায় ইসলামি শিক্ষা সম্প্রারণের উদ্যোগ হিসেবে কোরআন সেন্টার চালু করেছে সাদাকাহ ইউএসএ। মার্কিনযুক্তরাষ্ট্র ভিত্তিক এই সাহায্য সংস্থাটি চলতি বছর ২৫ জেলায় তাদের কার্যক্রম শুরু করেছে পহেলা রমজান থেকে।

স্থানীয় গণমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, শিশু কিশোরদের মাঝে কোরআনের জ্ঞান ছড়িয়ে দিয়ে সাদাকাহ কোরআন সেন্টারের এ আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এর মাধ্যমে পুরো রমজান মাস জুড়ে চলবে এসব কোরআন সেন্টার। যেখানে স্থানীয় মসজিদের ইমাম, মকতবের শিক্ষক ও মাওলানারা এই সেন্টারের মাধ্যমে কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে সংস্থাটির প্রধান মাওলানা শহিদুল্লাহ বলেন, এই কোরআন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে শিশু কিশোরসহ বয়স্কদের মাঝে কোরআনের আলো পৌছে দেয়াই প্রধান লক্ষ্য। এই পথচলায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃজ্ঞতা জানান মাওলানা শহিদুল্লাহ।

কৃতজ্ঞতার সঙ্গে সহযোগি ব্যক্তিদের নামও তুলে ধরেন তিনি। যারা এই কার্যক্রমে সাদাকাহ ইউএসএ’র সাথে এগিয়ে এসছেন তাদের মধ্যে রয়েছেন,আলহাজ মোহাম্মদ ওসমান আলী ও জোবায়েদা ওসমান, মোহাম্মদ ওয়াহেদুর রহমান ডিডিএস ও মুসলিমা খন্দকার ডিডিএস, উম্মে সিদ্দিকা, মোহাম্মদ আবুল কাশেম (কোর ক্রেডিট রিপেয়ার), সোইয়াব সুলতান এন্ড ফ্যামিলি (নিউইয়র্ক), বেলায়েত হোসেন বেলাল, বাংলাট্রাভেলস (নিউইয়র্ক)।

কোরআন সেন্টারের কার্যক্রম এই মূহুর্তে শুরু হওয়া কেন্দ্রগুলো হলো, মন্ডলপাড়া জামে মসজিদ, ফুলছুড়ি, গাইবান্ধা। কামারের চর জামে মসজিদ, লংকার চর, দেওয়ানগঞ্জ, জামালপুর,জোয়ানিপাড়া জামে মসজিদ, মোহনগঞ্জ, চর রাজিবপুর, কুড়িগ্রাম। যুগিহাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, উজিরপুর, বরিশাল। আল হেরা উম্মে আয়েশা নূরানী মাদ্রাসা, আগৈলঝাড়া, বরিশাল। মিয়া বাড়ি মক্তব, চকরি বাড়ি, আগৈলঝাড়া, বরিশাল । বায়তুর রহমান জামে মসজিদ মক্তব, নবোদয় হাউজিংয় মেইন রোড, মোহাম্মদপুর, ঢাকা। জংলা পাড়া পঞ্চায়েত জামে মসজিদ, মাটিফাটা, শ্রীবর্দি, শেরপুর। কুকরিমুকরি ফজলুল উলুম ক্বিরাতুল কোরআন মাদ্রাসা, চরফ্যাশন, ভোলা।

পূর্ব আন্দুরা জামে মসজিদ, মাধবপুর, হবিগঞ্জ। ফুল্লশ্রী ফকিরবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ, আগৈলঝাড়া, বরিশাল। পাথরঘাটা সাব রেজিষ্ট্রি জামে মসজিদ মকতব, পাথরঘাটা, বরগুনা। ইকরা বাংলাদেশ স্কুল শায়েস্তাগঞ্জ, সিলেট । বায়তুল জান্নাত জামে মসজিদ মকতব, সাতমসজিদ, মোহাম্মদপুর। ঝাটরা জলিশা হাজি বাড়ি, বায়তুল আমান জামিয়া মসজিদ মকতব, দুমকি, পটুয়াখালী। নূরানী নারী ও শিশু কোরআন সেন্টার, জগৎপট্টি, নেসারাবাদ, পিরোজপুর। হাজারীবাগ হাফিজিয়া মাদ্রাসা, জিগাতলা, ঢাকা।

আল কাসেমিয়া মকতব এন্ড মাদ্রাসা, ভাংগা, ফরিদপুর। কোটালীপাড়া আল নূরিয়া মাদ্রাসা, কোটালিপাড়া, গোপালগঞ্জ। শামসাদ দরবার শরিফ, হোতাপাড়া,গাজিপুর। ছারছিনা খানকা শরিফ, ২৫ হেমেন্দ্রদাস রোড, সূত্রাপুর, ঢাকা। আল আকসা জামে মসজিদ, কুলুতলা, ঢাকা। চৌধুরীপাড়া মসজিদ, দেবিদ্বার , কুমিল্লা। ধামতি মাদ্রাসা পাড়া মসজিদ, দেবিদ্বার , কুমিল্লা। বায়তুল আমান মসজিদ, দেবিদ্বার , কুমিল্লা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App