×

সারাদেশ

মানিকগঞ্জে পাঁচ আসামির যাবজ্জীবন

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম

মানিকগঞ্জে পাঁচ আসামির যাবজ্জীবন

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় প্রদান করেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজ এলাকায় বেনাপোলগামী বাসে অভিযান পরিচালনা করে ২২৭টি স্বর্ণের বার জব্দসহ ইয়াহিয়া, শেখ আমিনুর, মনিরুজ্জামান, শেখ জায়দুল ও জহিরুলকে আটক করে। 

পরে র‍্যাব-২ এর অধিনায়ক জেসিও মোকসেদ আলম মানিকগঞ্জ সদর থানায় একটি চোরাচালানের মামলা দায়ের করেন।  ১৩ মার্চ ১৫ সাক্ষীর সাক্ষ্য-গ্রহণ ও আলামত বিশ্লেষণ করে পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

সরকার পক্ষের আইনজীবী মথুননাথ সরকার বিষয়টি নিয়ে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অপরাধীরা যথাযথ শাস্তি পেয়েছেন। 

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বাদশা জানান, এ মামলায় অনেক ত্রুটি রয়েছে। তারা সঠিক বিচারের জন্য ঊর্ধ্বতন আদালতে আপিল করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App