×

সারাদেশ

১৪ মাস পর চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্র চালু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:০৬ এএম

১৪ মাস পর চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্র চালু

যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকট কাটিয়ে ১৪ মাস পর উৎপাদনে গেল চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৬মিনিটে এটি চালু করা হয়। বিদ্যুৎকেন্দ্রটির উপ-সহকারী প্রকৌশলী মো. আকতারুজ্জামান জানান,  ১৪ মাস পর চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। তবে গ্যাস সংকটের কারণে এখনো শতভাগ উৎপাদনে যাওয়া সম্ভব হয়ে উঠছে না। 

২০১২ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। পরে ওই বছরের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। গ্যাস সংকট ও বড়বড় যন্ত্রপাতি অকেজো হওয়ায় ২০২২ সালের ৩ ডিসেম্বর কেন্দ্রটির ৫০ মেগাওয়াট ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। তিন দিন পর ১০০ মেগাওয়াটের অপর ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

প্রকৌশলী আকতারুজ্জামান জানান, গ্যাস বুস্টার বিকল হওয়ায় উৎপাদনে যেতে কিছুটা দেরি হয়েছে। দুটি ইউনিটের মধ্যে ১০০ মেগাওয়াট কেন্দ্রটি চালু করা হয়েছে। বর্তমানে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে ৮০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 

২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ২০১২ সালের জানুয়ারিতে বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর ২০১৩ সালের ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App