×

সারাদেশ

গলাচিপায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু

Icon

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম

গলাচিপায় মহিষের আক্রমণে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিংয়ের আঘাতে কৃষক মনির হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৭ টায় ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। নিহত মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের ইস্কানদার চৌকিদারের ছেলে। 

জানা যায়, সোমবার পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমর হাট থেকে নিহত মনির হোসেন একটি মহিষ কেনে। মহিষটি মঙ্গলবার সকালে বাড়ীর উত্তর পাশে চড়াতে গেলে শিং দিয়ে মনির হোসেনকে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মনির হোসেনকে উদ্ধার করে নিকটবর্তী কলাপাড়া উপজেলার গাজীর বন্দরে নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। বরিশাল হাসপাতালে নেয়ার পথে শাখারিয়া এলাকায় মনিরের মৃত্যু হয় । 

গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App