×

সারাদেশ

অবৈধ কার্যকলাপ

গেস্ট হাউজসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৬:১৩ পিএম

গেস্ট হাউজসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

ছবি: ভোরের কাগজ

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে অসামাজিক কার্যকলাপ পরিচালনার দায়ে ইশা গেস্ট হাউসসহ স্থানীয় ২টি প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন। 

সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান ৩ টিকে সীলগালা করে দেয়। একই সঙ্গে মহাসড়কে পরিবহণ থামিয়ে অবৈধভাবে চাঁদা  উত্তোলনে জড়িত থাকায় হেয়াকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির অফিস বন্ধ করে দেয়া হয়।

উন্নয়নের নামে অবৈধ চাঁদাবাজির অভিযোগে স্থানীয় সিএনজি সমিতির অফিস এসময় সিলগালা করে দেয় প্রশাসন। সতর্ক করা হয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। ইশা গেস্ট হাউসের মালিক আলী আক্কাস ভুট্টো ও দুই সমিতির সঙ্গে সংশ্লিষ্টরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ১৮ ঘণ্টায়ও নিভেনি চিনির গুদামের আগুন

জানতে চাইলে- উপজেলা নির্বাহী অফিসার মোজান্মেল হক চৌধুরী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App