×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের মানববন্ধন

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৫:০৮ পিএম

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে অবৈধ যানবাহন করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১২ টার দিকে চাটমোহর-পাবনা সড়কের অমৃতকৃন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিমি একই গ্রামের জাইদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রিটাস্ স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনা জানাজানি হলে সেন্ট রিটাস্ স্কুলের শিক্ষার্থীরা বেলা ২ টার দিকে নিরাপদ সড়কের দাবীতে ও রিমি খাতুনের মৃত্যুর সঠিক বিচার দাবীতে চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। 

আরো পড়ুন: নাটোরে ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১২ টার দিকে কোচিং শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল রিমি। পথিমধ্যে অমৃতকুন্ডা মাদ্রাসা এলাকায় উল্টোদিক থেকে আসা দুধের ক্যান বোঝাই একটি অবৈধ করিমন গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রিমি খাতুনকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App