×

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ভুল সেটে পরীক্ষা দিলেন ৫৭০ শিক্ষার্থী

Icon

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৭:৪৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ভুল সেটে পরীক্ষা দিলেন ৫৭০ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

এসএসসিতে বিজ্ঞান বিভাগে রসায়ন পরীক্ষার প্রশ্নে সারাদেশে ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছেন। এ কেন্দ্র সিদ্ধিরগঞ্জের ৫ টি স্কুলের মোট ৫৭০ জন পরীক্ষার্থী ৩ নম্বর সেটের স্থানে ১ নম্বর সেটে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) সিদ্ধিরগঞ্জ মোহন কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

কেন্দ্র সচিব সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনার জানাজানি হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছি শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

আরো পড়ুন: মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

তিনি বলেন, যখন পরীক্ষার উত্তরপত্র বস্তা বন্দি করে নিয়ে যায় তখন ফরোয়ার্ডিং দিতে গিয়ে বিষয়টি ধরা পরে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব থাকা ডিডিএলজিইডি মো. আনোয়ার হোসেন জানান, ভুলবশত বিদ্যালয়ের কেন্দ্র সচিব তিন নম্বর সেটের পরিবর্তে এক নম্বর সেটে পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে একজন নতুন কেন্দ্র সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা নেয়ার বিষয়টি আমরা তাৎক্ষণিক বোর্ডের কারো সঙ্গে যোগাযোগ করি। বোর্ডের পরামর্শে ৫৭০ জন শিক্ষার্থীর খাতা একটি আলাদা পিন নাম্বার দিয়ে স্পেশালভাবে বাইন্ডিং করে আমরা বোর্ডে পাঠিয়েছি। এতে শিক্ষার্থীদের কোনো রকমের সমস্যা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App