×

সারাদেশ

আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৬:৫২ পিএম

আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ এস এম আশিকুর জামান প্রামাণিক তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, সাবেক ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম সামু, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশাদুর জামার নুর, সুমন মিয়া প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম  তার ব্যক্তিগত কাজে উপজেলার বঙ্গবন্ধু চত্বরের পূর্ব পাশে মৌমিতা কম্পিউটারে কাজ করছিলেন ।এ সময় দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা করলে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেন। পথ সভায় বক্তারা বলেন, মূল ধারার আওয়ামীলীগকে সন্ত্রাসী হামলা করে রোধ করা যাবে না। দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন। এ ঘটনার পর সাজেদুল ইসলাম থানায় ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন । এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App