×

সারাদেশ

সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) রাতে ও সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে এ আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বিষটি নিয়ে স্থানীয়রা জানান, উপজেলার খাগুরিয়া গ্রামের ধানাটা, শিমলা বাজার, তারিয়াপাড়া, ভূরার বাড়ী, কুঠিরহাট, বলারদিয়ার, ফুলদহ পাড়াসহ বিভিন্ন স্থানে হঠাৎ করেই পাগলা কুকুর কামড়াতে শুরু করে মানুষদের। এ সময় সাদিয়া (১১), ঈসমাইল (৫৫), জমিলা (৬০), রবিউল (৩৮), রিয়াদ (১৬), মাসুমা বেগম (৫০), পল্লবী (৫), রিতা (৩৬), কালু (৪৫), আবুল কালাম (৭০), আবু হানিফ (৭০), আনিস (১৮), কামরুল হাসান (১৯) ও আবুল হোসেন (৭০) সহ ১৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়।

এছাড়া সোমবার সকালেও বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আরো ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে সরকারি ভ‍্যাকসিন দেয়া হয়।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, এ পর্যন্ত হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী কুকুরে কামড়ানো আহত ১৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে সরকারী ভ‍্যাকসিন দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App