×

সারাদেশ

স্মার্ট সোনারগাঁও গড়াতে সাংবাদিকদের পাশে চান এমপি কায়সার

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০১:৪০ পিএম

স্মার্ট সোনারগাঁও গড়াতে সাংবাদিকদের পাশে চান এমপি কায়সার

স্মার্ট সোনারগাঁও গড়াতে স্থানীয় সাংবাদিকদের পাশে চান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

সোনারগাঁও প্রেস ক্লাবে সোমবার সকালে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এমপি এ সহযোগিতা কামনা করেন।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়।

অনুষ্ঠানে দেশ রূপান্তরের সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহম্মেদ।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উদিচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুনা আক্তার,  সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন,  দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহের নেগার সনিয়া, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম শামীম, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সমাজ সেবক আব্দুস সাত্তার, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মোকাররম মামুন, মাসুম মাহমুদ, গিয়াস কামাল, কাজী সেলিম রেজা, কামরুল ইসলাম, সুমন মিয়া, ইয়াকুব হোসেন, কামরুল ইসলাম পাপ্পু, মোহাম্মদ সালাউদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি মিডিয়া জগতে বেশ আলোচিত একটি নাম। এ পত্রিকার মালিক সোনারগাঁয়ের- এটা আমাদের জন্য গর্বের বিষয়। সোনারগাঁয়ের সব সাংবাদিকদের নিয়ে আমি সুন্দর সোনারগাঁ বির্নিমাণ করতে চাই।

তিনি আরো বলেন, স্মার্ট সোনারগাঁও গড়ার লক্ষ্যে ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি।ঐতিহাসিক সোনারগাঁয়ের মেনিখালি নদীর তীর ঘেঁষে একটি রাস্তা ও ওয়াকওয়ে নির্মাণের কাজে হাত দিয়েছি। আশা করি অচিরেই এটি বাস্তবায়ন হবে। এলাকার উন্নয়নে আমার সব কাজে সোনারগাঁওয়ের সাংবাদিকদের সহযোগিতা চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App