×

সারাদেশ

জুড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

Icon

জুড়ী থেকে

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

জুড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২ মার্চ) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতীয় ভোটার দিবস-২০২৪।

দিবসটি উপলক্ষে জুড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সূত্র ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক সমকালের জুড়ী প্রতিনিধি বেলাল হোসাইন, জুড়ী থানার এএসআই বিপ্রেস দাস সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিঝরা মার্চের এই দিনে প্রতিবছর জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়। এ দিবসের মাধ্যমে মানুষ ভোটার হওয়ার প্রতি উৎসাহিত হয়। স্মার্ট বাংলাদেশ সামনে রেখে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। একটি স্মার্ট দেশের প্রথম ধাপ হচ্ছে স্মার্ট নাগরিক। স্মার্ট দেশ হতে গেলে স্মার্ট ভোটার লাগবে। 

সভায় উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তাফিজুর রহমান সবাইকে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার অনুরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App