×

সারাদেশ

কাপ্তাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন, আগাম প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Icon

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

কাপ্তাইয়ে উপজেলা পরিষদ নির্বাচন, আগাম প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে নির্বাচনের মাঠে সম্ভাব্য চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন লাগিয়ে এলাকাবাসীর নজর কাড়ার চেষ্টা করছেন। এছাড়া জনসমর্থন আদায় ও ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশলে সামাজিক, পারিবারিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। 

এদিকে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। পছন্দের নেতাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দেখতে তাদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোয়া চাচ্ছেন। 

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়মানুযায়ী সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। ঈদুল ফিতরের পরে (১১ মে ২০২৪ সম্ভাব্য তারিখ) দ্বিতীয় ধাপে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, স্বেচ্ছা সেবক লীগের একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। তবে এরমধ্যে বিএনপি'র এক জনের নামসহ এখন পর্যন্ত মাঠে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী থোয়াই চিং মং, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল্লাহ ভূঁইয়া, কাপ্তাই উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত তংচংগ্যা জটিল, সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক, উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন বলে সম্ভাবনা রয়েছে।

অপর দিকে আগামী ১১ মে উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাপ্তাইয়ে ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। তারাও আগাম প্রচারণায় নেমে পড়েছেন। তারা হলেন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  ফারহানা আহমেদ পপি,রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক বিউটি হোসেন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক-আব্দুল হাই খোকন ও বিএনপি'র নুরনাহার বেগম। প্রার্থীদের কর্মচাঞ্চল্য দেখে স্থানীয় জনগণ, ভোটার ও দোকানিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভালো সময় কাটাচ্ছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App