×

সারাদেশ

পীর সাহেব দেওনা

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত অধ্যায়গুলো বাতিল করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত অধ্যায়গুলো বাতিল করতে হবে

ছবি: ভোরের কাগজ

ক‌ওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর দেওনা বলেছেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। এদেশের মানুষ ধর্মভীরু। বাংলাদেশী কৃষ্টি-কালচার ও সাংস্কৃতিকে প্রাধান্য দিয়েই পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। দুঃখজনক হলেও সত্য আমাদের পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে ভিনদেশী সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয়েছে। কোরআন-হাদিসের সাথে সাংঘর্ষিক বেশ কিছু অধ্যায় সুপরিকল্পিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞ আলেমদের সমন্বয়ে কমিটি গঠন করে ট্রান্সজেন্ডার সহ বিতর্কিত সব অধ্যায় বাতিল করে নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ব‌ই বিতরণ করতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর, কাপাসিয়া, মাদরাসা দাওয়াতুল হক দেওনা প্রাঙ্গণে কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও মাওলানা আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাবিবুর রহমান খান, মাওলানা আব্দুল বাতেন কাসেমী, মাওলানা মেরাজুল হক মাজহারী,মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ,মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জাকারিয়া, এডভোকেট মতিউর রহমান ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোরআন হাদিসকে বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা কখনো সম্ভব হবে না। দুর্নীতি ও শোষণ মুক্ত সমাজ বিনির্মাণে ও সুনাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ৭টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে। প্রতিটি শিক্ষা কমিশনের রিপোর্টে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, বিতর্কিত শিক্ষা কারিকুলাম নিয়ে পীর সাহেব দেওনা যখন বহু আগে থেকে জাতিকে সতর্ক করে আসছিলেন। প্রথম দিকে অনেকেই বিষয়টি গুরুত্বের সাথে নেয়নি। এখন দেওনার পীর সাহেবের প্রচেষ্টায় দেশের সকল শ্রেণী-পেশার মানুষ এ বিষয়ে সোচ্চার হয়েছেন। দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোও এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আল্লাহ হযরত পীর সাহেবের দূরদর্শিতা পূর্ণ এই নেতৃত্ব আমাদের মাঝে দীর্ঘায়িত করুন।

সভায় তিনটি দাবি জানানো হয়:

১। ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত সব অধ্যায় পাঠ্যপুস্তক থেকে বাতিল করতে হবে। 

২। যাদের ভুলে বারবার পাঠ্যপুস্তক নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এবং পাঠ্যপুস্তকের ভুলের কারণে দেশের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে তাদেরকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

৩। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ায় সংবিধান সংশোধন করে হলেও ইসলামী ধারার শিক্ষাকে জাতীয় শিক্ষা হিসেবে ঘোষণা করতে হবে।

৪। জাতীয় শিক্ষা কমিশন,  জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি ও এনসিটিবিতে আলেম উলামাদের অন্তর্ভুক্ত করতে হবে।

৫। জাতীয় পাঠ্যপুস্তক থেকে নাচ, গানসহ সকল অপসংস্কৃতির অধ্যায় বাতিল করে কুর‌আনিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এবং কুর‌আনিক শিক্ষার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App