×

সারাদেশ

নরসিংদীতে বাস-কভার্ডভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম

নরসিংদীতে বাস-কভার্ডভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত

ছবি: সংগৃহীত

নরসিংদীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত এবং আহত হয়েছেন বাসের ছয় যাত্রী। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পলাশ উপজেলার টঙ্গি-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো. নাইবুল ইসলাম। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি এনা পরিবহনের বাসটির চালক মো. শহিদ আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। 

অপর নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন: আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, ২ হজ্বযাত্রী নিহত

এসআই নাইবুল বলেন, এনা পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। ভোরে টঙ্গি-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই দুই গাড়ির চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাসের আরো ছয় যাত্রী।” 

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App