×

সারাদেশ

প্রেমের টানে বাংলাদেশে এসে আইফোন খোয়ালেন ইন্দোনেশিয়ান তরুণী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

প্রেমের টানে বাংলাদেশে এসে আইফোন খোয়ালেন ইন্দোনেশিয়ান তরুণী

ছবি: সংগৃহীত

আইফোন খুইয়েছেন প্রেমের টানে বাংলাদেশে আসা ইন্দোনেশিয়ান তরুণী ইফহা। বাংলাদেশি যুবক মাদারীপুরের শামীম মাদবরকে বিয়ে করতে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন এই তরুণী। 

জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের ‘পাকিস্তানি বিউটি পার্লার’ নামে একটি পার্লারে যান ইন্দোনেশিয়ান তরুণী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

ইন্দোনেশিয়ান তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, শুক্রবার সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যান। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।

আরো পড়ুন: এবার প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী, করলেন বিয়ে

পাকিস্তানি বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তার সঙ্গে আরো একজনসহ দুইজন সাজের জন্য আসেন। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পরতে গেলে ওই সময় বোরকা পরা এক নারী এসে ফোনটি নিয়ে বেরিয়ে যান। তখন আমি আরেকটি কাজ করছিলাম।

তিনি আরো বলেন, আমরা সব সময় মালামাল নিজ দায়িত্বে রাখতে বলি।

এ বিষয়ে শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App