×

সারাদেশ

উড়াল সড়কে দূর্ঘটনায় ডুয়েট শিক্ষকসহ দুজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম

উড়াল সড়কে দূর্ঘটনায় ডুয়েট শিক্ষকসহ দুজন নিহত

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় উড়াল সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা রামকৃঞ্চ সাহা (৪২) ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা পাঠাও রাইডার দিদার হোসেন (৩৮)। 

ডুয়েটের সাবেক ছাত্র মইনুল ইসলাম জানান, রামকৃঞ্চ সাহা ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে পাঠাও রাইডারে করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি (নং-ঢাকা মেট্রো ল-৩৫-৩৪১৫) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী উড়াল সড়কে এসে পৌছলে গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহণের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তারা দুজন ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল এবং ঘাতক বাসটি উদ্ধার করে ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App