×

সারাদেশ

বকশীগঞ্জে পৌরসভা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪ জন

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম

বকশীগঞ্জে পৌরসভা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪ জন

বকশীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন নজরুল ইসলাম সওদাগর। ছবি: ভোরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন প্রার্থী। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া ৪ জন হলেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, বর্তমান পৌর মেয়র পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন, আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৮ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৬-১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৯- ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারি  প্রার্থীতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ৩৫ হাজার ৫১৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫০৯ ও নারী ভোটার ১৬  হাজার ৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App