×

সারাদেশ

সুন্দরগঞ্জে সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম

সুন্দরগঞ্জে সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা ও লাঠশালা চরে গড়ে উঠা ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার প্যানেল পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) তিনি সৌর বিদ্যুৎ কেন্দ্রে সাথে রংপুর ও গাইবান্ধার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন দিক সমূহ ঘুরে ফিরে দেখেন এবং পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর, মো. তৌফিক ই-এলাহী চৌধুরী, গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওছার হাবীব, সুন্দরগঞ্জ থনার পুলিশ পরিদর্শক মিলন চ্যার্টাজি প্রমুখ।

সৌর বিদ্যুৎ কেন্দ্রে ম্যানেজার সাজিদ আহম্মেদ জানান, রুটিন দায়িত্ব হিসেবে বিভাগীয় কমিশনার কেন্দ্র পরিদর্শন করেছেন। এই কেন্দ্র হতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ মুল গ্রিডে যুক্ত হচ্ছে। সমনে বিদ্যুৎ সংকট না হওয়ার দিকে নজর রাখতে নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App