×

সারাদেশ

সীমান্ত থেকে নারী-শিশুসহ ৪ রোহিঙ্গা আটক

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম

সীমান্ত থেকে নারী-শিশুসহ ৪ রোহিঙ্গা আটক

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ৪ চার রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। পরে তাদেরকে পাটগ্রাম থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার (অধুনালুপ্ত  ছিটমহল) দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন আটককৃতরা । এদের মধ্যে এক শিশু, দুই নারী ও এক পুরুষ রয়েছেন।

আটককৃতরা হলেন- আব্দুল্লাহ (২৫), আব্দুল্লাহ'র স্ত্রী মোছা. শরিফা বেগম (২০), রিনাস বিবি (৩) ও আমেনা (১৪)।

পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর পোস্ট সীমান্ত পিলার নং- ডিএএমপি- ৭/৩০এস বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক ঘোরাফেরা করা অবস্থায় বিজিবির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান মোল্লা ক্যাম্প কমান্ডারের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৪ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ হেফাজতে থাকা রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App