×

সারাদেশ

ব্যারিস্টার সুমন

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে চাই

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে চাই

নবনির্বাচিত সাংসদ ব্যারিস্টার সুমন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চাই।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক আসামি পক্ষের কৌশলী হিসেবে মানিকগঞ্জ এসে আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের বলেন, দেশের অবস্থা বারোটা থেকে তেরোটা বেজে গেছে। তিনি তার কাজের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটাতে চান। দেশের মানুষ যেন বলতে না পারে দেশের বারোটা বেজে গেছে। তার নেতা শেখ হাসিনা ও তার চিন্তাচেতনার মধ্যে অনেক মিল আছে। তিনি এবং শেখ হাসিনা  মৃত্যুকে খুব একটা ভয় করেন না। আর দুজনেই সংসদে আছেন। এসময় ব্যারিস্টার সুমন আরো বলেন, তার এলাকার আর শেখ হাসিনা পুরো দেশের উন্নয়ন করবেন। 

আরো পড়ুন: মির্জাগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

পলিথিন ব্যবহারের সমালোচনা করে ব্যারিস্টার সুমন বলেন, ১৯৯৫ সালে দেশে পলিথিন নিষিদ্ধ আইন হলেও পলিথিন আজ পর্যন্ত বন্ধ হয়নি। বহু বছর পার হলেও সেটি কার্যকর হয়নি। দেশের বাজারে যারা পলিথিন বিক্রি করেন তারা বেশ শক্তিশালী। এজন্য সরকার এদের ধরতে চায় না। সরকারকে জিজ্ঞেস করলে উপরে উপরে বলেন ব্যবস্থা নেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিক্রেতাদের কিছু জরিমানা করে এটি বন্ধ করা যাবেনা। পলিথিন বন্ধ করতে হলে সরকারকে মূল জায়গায় হাত দিতে হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App