×

সারাদেশ

মিঠাপুকুরে ডাকাত দলের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

মিঠাপুকুরে ডাকাত দলের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় ধস্তাধস্তিতে ডাকাতদের ছুরিকাঘাতে মোরশেদা বেগম বিউটি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তার স্বামী মিজানুর রহমান (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মোরশেদা বেগম স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মিজানুর রহমানের বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। এ সময় তাদের বাধা দেয় মিজানুর রহমান ও তার স্ত্রী মোরশেদা বেগম বিউটি। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ডাকাতরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বিউটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অবস্থায় তার স্বামী মিজানুর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ওই দম্পতির এক মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে।

ওসি আরও বলেন, নিহত গৃহবধূর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমান সুস্থ হলে ক্ষতির পরিমাণসহ মূল ঘটনা জানা যাবে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App