×

সারাদেশ

গোয়াইনঘাটে হালচাষের ট্রাক্টর উল্টে নিহত ২

Icon

নজরুল ইসলাম, গোয়াইনঘাট, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

গোয়াইনঘাটে হালচাষের ট্রাক্টর উল্টে নিহত ২

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাওয়ার টিলার (হালের ট্রাক্টর) উল্টে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে রাস্তার এক পাশের ক্ষেতের জমিতে হাল চাষ শেষ করে অন্যপাশের জমি চাষের জন্য পাঁকা রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়, এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেলপার হালিম উদ্দিন (১৫) নিহত হয়। নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

আরো পড়ুন: সোনারগাঁওয়ে চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App