×

সারাদেশ

আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

Icon

শুভরঞ্জন বড়ুয়া, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম

আলীকদমে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধানে রিজিয়ন কমান্ডার, বান্দরবান কর্তৃক আলীকদম মুরং কমপ্লেক্সের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা সামগ্রী ও সাংস্কৃতিক শিক্ষা সরঞ্জাম দেয়া হয়েছে। এ সময় ১৩০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ এবং ৩৫০টি অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোনগুলোতেও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান, উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। 

বান্দরবান রিজিয়নের আওতাধীন জোনসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ রকম কাজে সম্পৃক্ত থাকবে। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে জোন কমান্ডার উল্লেখ করেন। 

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

দুর্গম পাহাড়ি এলাকার জনগণ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সাধারণ মানের জীবনযাপনে অভ্যস্ত। বান্দরবান রিজিয়ন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময়ে সর্বাত্মক সহায়তা করে আসছে। বিশেষ করে, আলীকদম সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App